অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৯ সেপ্টেম্বর: বাল্য বিবাহ রোধে স্কুলের ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতামূলক পথ নাটিকার আয়োজন করল বেলিয়াবেড়া থানার পুলিশ। বৃহস্পতিবার বেলিয়াবেড়া কেসিএম স্কুল মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করে বেলিয়াবেড়া থানার পুলিশ। ওই অনুষ্ঠানে বেলিয়াবেড়া কেসিএম হাইস্কুলের ছাত্রীরা বাল্য বিবাহ প্রতিরোধের সচেতনতামূলক নাটিকা পরিবেশন করেন।
পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ১৭ জন মাধ্যমিক এবং ১৫ জন উচ্চ মাধ্যমিক স্তরের কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেন এবং ৪০০-র বেশি দুঃস্থ মানুষকে পুজোর বস্ত্র বিতরণ করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলার অ্যাডিশনাল এসপি সদর কল্যাণ সরকার, ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ, ডিএসপি হেডকোয়ার্টার, গোপীবল্লভপুর সার্কেলের সিআই মুকুল মিঞা, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদী সহ বিশিষ্ট জনেরা।