জে মাহাতো, আমাদের ভারত, ১৩ আগস্ট: বিহারের পলামু জেলাতে পুলিশ- মাওবাদী গুলি যুদ্ধের পর মাওবাদীদের ক্যাম্প থেকে প্রচুর অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে সুরক্ষা বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবার সকালে মনাতু থানা এলাকার কেদল অঞ্চলে মাওবাদীদের সঙ্গে তীব্র গুলিযুদ্ধ শুরু হয় জওয়ানদের। পুলিশের তীব্র আক্রমণের মুখে পড়ে পিছু হটে মাওবাদীরা। এরপর তাদের ক্যাম্প থেকে ইনসাফ কারবাইন এবং বেশ কিছু রাইফেল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে সিআরপিএফ সূত্রে জানা গেছে। গুলি যুদ্ধে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।