গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৮ নভেম্বর: শীতের সময় প্রতিটি জেলায় সর্বত্র চলছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি। এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে খানাকুল থানার পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের নেতৃত্বে খানাকুল থানা এলাকার বিভিন্ন জায়গায় চলছে কড়া নজরদারি।
চুরি, ডাকাতি ও দুষ্কৃতি দমন করতে এবং অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে খানাকুল এলাকায় তার জন্য চলছে এই নজরদারি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জনবহুল এলাকায় বিশেষ নজরদারি চালছে। পাশাপাশি নারী নিরাপত্তা, ট্রাফিক সচেতনতা এবং জনগণের মধ্যে ভরসা জোগাতে ওসি সুমীর মুখার্জির নির্দেশে বিশেষ টহলদারি চলছে। নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা তা নিয়ে সাধারণ মানুষজনদের সাথে কথা বলেন পুলিশ অফিসারা ও পুলিশ কর্মীরা।

