রাজেন রায়, কলকাতা, ১৯ জুলাই: উচ্চ প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের ছায়া যেন এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সদর দপ্তর ভবনী ভবনে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগপত্র হাতে পেয়েও আদালত মামলার জটিলতায় পাননি পোস্টিং। তারই প্রতিবাদে সোমবার সকালে ভবানী ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন প্রায় সাড়ে ৬ হাজার নিয়োগ প্রার্থী। বুঝিয়েও শান্ত করতে না পারায় লাঠিচার্জ করতে হল পুলিশকে।
বেলা পৌনে ১২টা থেকে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাঁরা ভবানীভবনের সামনে বসে পড়েন। চাকরীপ্রার্থীদের দাবি, অবিলম্বে তাঁদের নিয়োগ করতে হবে। না হলে তাঁরা বিক্ষোভ চালাবেন। এদিকে লাগাতার বিক্ষোভের জেরে ওই এলাকার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা- ২০১৯ সাল থেকে তাঁরা সিলেক্টেড। অনেকে নিয়োগপত্রও পেয়েছেন। তারপরও তাঁদের নিয়োগ করা হয়নি। এই নিয়ে আদালতে মামলা চলছে।
অভিযোগ, রাজ্য সরকার গড়িমসি করছে। তাই নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। সরকারের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি। তাঁদের হুঁশিয়ারি, যোগ্য ও সিলেক্টেডদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। তবেই তাঁরা বিক্ষোভ প্রদর্শন থেকে বিরত হবেন। না হলে চালিয়ে যাবেন।
চাকরিপ্রার্থীরা বলেন, ‘দীর্ঘ ৮ মাস ধরে আমাদের নিয়োগ আটকে রাখা হয়েছে। আমরা আর কতদিন অপেক্ষা করব? সব জায়গায় নিয়োগ হচ্ছে। আমাদের কেন হবে না? প্রথম ব্যাচের নিয়োগ হলেও আমাদের আটকে দেওয়া হয়েছে। ২৮ জানুয়ারি ২০২১ সালে আমাদের জয়েনিংয়ের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু, তারপর একটি মামলা হয়। সেই মামলা এখনও চলছে। তবে সমাধানসূত্র অধরা। এই অবস্থায় আমরা অসহায়। যে চাকরিপ্রার্থীরা পাশ করেননি, তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা চলছে। চাকরি না পেয়ে ২ জন আত্মহত্যা করেছেন।’ পুলিশ আলোচনার জন্য চাকরিপ্রার্থীদের কয়েকজনকে ডেকে নিয়ে যায়। কিন্তু তারা বিক্ষোভে অনড় থাকলে শেষ পর্যন্ত পুলিশ লাঠি নিয়ে তাড়া করে ছত্রভঙ্গ করে।