সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ আগস্ট: গতকাল ঘটে যাওয়া প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর ঘটনায় পুলিশ নড়েচড়ে বসেছে। পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেছেন তদন্ত চলছে, শীঘ্রই আসল কারণ জানা যাবে।
এদিকে গতকাল এই ঘটনার পর পুলিশের তৎপরতা ছিল জোরদার। শহরের প্রবেশ পথের সমস্ত রাস্তায় কড়া নজরদারি চালানো হয়।পুলিশের অনুমান ছিল আততায়ীরা শহর ছেড়ে বেড়িয়ে যেতে পারেনি। সেই মতো শহরজুড়ে নজরদারি চালানো হয়।
এদিকে আজ সকালে ঘটনাস্থলের কাছেই কাদায় পড়ে থাকা একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। কাদায় পড়ে থাকা পিস্তলটি স্থানীয় মানুষের নজরে এলে
পুলিশকে জানান হয়। পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়।যদিও এবিষয়ে পুলিশ মুখ খোলেনি।
অপরদিকে জামিনে ছাড়া পাওয়া খুনের আসামি সাদ্দাম শেখ এই ঘটনার পর বেপাত্তা।জানাগেছে, কাটোয়ায় এক খুনের ঘটনায় সাদ্দামের সাথে তার বাবা জঙ্গল শেখও ওই খুনের ঘটনায় অভিযুক্ত।সাদ্দাম বাঁকুড়া জেলে ও তার বাবা পুরুলিয়া জেলে বন্দি থাকার পর দু’জনেই জামিন পায়। বাড়ি ফেরার পথে সে আক্রান্ত হয়। এই ঘটনায় সাদ্দাম ও তার বাবা জঙ্গল শেখের বিরোধী গোষ্ঠীর যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গল শেখ সেখানকার তৃণমূল কাউন্সিলর, যার ফলে এই ঘটনায় রাজনৈতিক যোগও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে বাঁকুড়া বাসী।