সাথী দাস, পুরুলিয়া, ১৬ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় পুলিশের আন্তঃরাজ্য সমন্বয় বৈঠক হয়ে গেল। নির্বাচনের আগে সব রকম পরিস্থিতি নিয়ে আলোচনা হয় পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের সভাকক্ষে। মাওবাদী কার্যকলাপ সহ আন্তঃরাজ্য অপরাধমূলক ঘটনা রুখতেই এই রুদ্ধদ্বার বিশেষ বৈঠক বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, “আন্তরাজ্য সীমানায় যৌথ কৌশল, নাকা পয়েন্ট, মাও সম্পর্কিত সব কিছুই বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচন ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আইজিপি বাঁকুড়া, ডিআইজি সিআরপিএফ ঝাড়খন্ড, এসপি বাঁকুড়া, এসপি পুরুলিয়া, এসএসসি জামতাড়া, এডিসিপি আসানসোল, ডিআইজি বোকারো, আইজিপি বোখারো, এপি বোকারো, এসপি ঝাড়গ্রাম ও এসপি পাকুড় সহ জেলার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।