আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: মেদিনীপুরে জেলা পুলিশ কার্যালয়ে জন অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র। এবার থেকে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ এখানে জমা দিতে পারবেন। এছাড়া মুখ্যমন্ত্রীর উদেশ্যে দেওয়া অভিযোগ এখানেই জমা দেওয়া যাবে। জেলা জুড়ে বড়দিন ও ইংরেজি নতুন বছরের আনন্দের দিনগুলি মহিলারা যাতে নিশ্চিন্তে উপভোগ করতে পারেন এজন্য একটি হেল্প লাইনও চালু করা হয়েছে।
জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, ৮০০১০০৭৮৬৮ মহিলাদের নিরাপত্তায় এই হেল্পলাইনটি ২৪ ঘন্টা চালু থাকবে। নাম্বারটি জেলা পুলিশের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। মহিলারা কোনোরকম সমস্যায় পড়লে লোকেশন ট্রাক করে পুলিশ জেনে যাবে ওই মহিলা কোথায় সমস্যায় পড়েছেন। সেখানে দ্রুত পৌঁছে যাবে পুলিশের উদ্ধারকারী দল।