আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ মে: ওড়িশা থেকে হেঁটে মেদিনীপুর শহরে এসে পৌঁছানো ৪ জন পরিযায়ী শ্রমিককে মুর্শিদাবাদের জঙ্গিপুরে পৌঁছানোর উদ্যোগ নিল পুলিশ। বুধবার সকালে তারা শহরের ধর্মা এলাকায় এসে পৌঁছান। ওড়িশার ভুবনেশ্বর থেকে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত ৭০ কিমি রাস্তা একটি পেঁয়াজ বোঝাই গাড়িতে আসার পর তারা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম হয়ে পায়ে হেঁটে মেদিনীপুর শহরে আসে।
ধর্মা এলাকার মানুষ লটবহর নিয়ে তাদের হাঁটতে দেখে জিজ্ঞাসা করেন এবং তারা সাহায্য নেওয়ার জন্য ওই শ্রমিকদের কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এই সময় তাদের মালা পরিয়ে যথাযথ আপ্যায়ণের ব্যবস্থা করে বিজেপি। পরে কোতোয়ালি থানার পুলিশ থানার একটি মন্দিরে তাদের বিশ্রামের এবং দুপুরের খাবারের ব্যবস্থা করে। সন্ধ্যের সময় তাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে বলে কোতোয়ালি থানা সূত্রে জানানো হয়েছে।