অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিল গোপীবল্লভপুর থানার পুলিশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ এপ্রিল: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। লাগাতার চলছে লকডাউন। ভেঙে পড়েছে দেশের অর্থনীতিক অবস্থা। এই সময় অসহায় দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল গোপীবল্লভপুর থানার পুলিশ। আজ গোপীবল্লবপুর ১নং ব্লকের অমরদা ২নং অঞ্চল ও শাশড়া ৩নং অঞ্চলের ৫০ টি গরিব দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, মুড়ি, তেল ও কাঁচা সবজি তুলে দিল গোপীবল্লভপুর থানার পুলিশ। এদিন গোপীবল্লভপুর থানার সাব ইন্সপেক্টর তরুণ দে ও সাব ইন্সপেক্টর তপন ঘোষ নিজে হাতে ওই সব অসহায় মানুষদের হাতে খাবার তুলে দিলেন। গোপীবল্লভপুর থানার থেকে সাহায্য পেয়ে খুশি অসহায় দরিদ্র পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *