আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সোমবার পুলিশ লাইনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। মেদিনীপুর, খড়গপুর, শালবনি, গোয়ালতোড়, মকরামপুরের ২৪ টি শিল্প সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, পুলিশ কর্মীরা সারাদিন ঘরের বাইরে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকেন। পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়েও পুলিশ কর্তাদের দায়িত্ব থেকে যায়। পুলিশের পক্ষ থেকে সোমবার ২৪০ জন বেকার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।