নিজামুদ্দিনে যাওয়া ন’জন জামাতিকে চিহ্নিত করল পুলিশ

আমাদের ভারত, মেদিনীপুর, ১ এপ্রিল: দিল্লির নিজামুদ্দিন এলাকায় তবলিঘি জামাতে-র ধর্মীয় জামায়াতে যোগ দেওয়া ৯ জনকে খড়্গপুর লোকাল থানা এলাকা থেকে চিহ্নিত করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এরা সকলেই ১১থেকে ১৫ মার্চ পর্যন্ত চলা দিল্লির ঐ জমায়েতে যোগ দিয়েছিল। এদের মধ্যে ৭ জন ইন্দোনেশিয়ার অধিবাসী এবং ২জন ভারতীয় দোভাষী। সরকারি নির্দেশ মেনে এদের সকলকেই সরকারি  কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছে। এদের মধ্যে করোনা সংক্রমণের কোনও লক্ষণ এখনও পাওয়া যায়নি বলে তিনি দাবি করেছেন। সেই সঙ্গে জেলার সমস্ত থানাকেই সংশ্লিষ্ট এলাকায় জামাতিদের খোঁজখবর নিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *