নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ অক্টোবর:
নবান্ন অভিযান ব্যার্থ করতে কলকাতা পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার শুরু করেছে। বুধবার বেহালায় এই অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মঙ্গলবার রাতেই কলকাতায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজ্য যুব মোর্চা নবান্ন অভিযান করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থেকে যুব মোর্চার কর্মীরা কলকাতায় আসবে। যুমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ধর্মতলা থেকে বিশাল মিছিল করে কর্মী সমর্থকদের নিয়ে নবান্নের দিকে এগোবেন বলে আগেই ঘোষণা করা হয়েছে।
দিলীপ ঘোষের অভিযোগ, যুব মোর্চার কর্মসূচি ব্যার্থ করতে উঠে পড়ে লেগেছে কলকাতা পুলিশ। তবে নবান্ন অভিযান ব্যর্থ হবে না বলে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, জোর করে দলের কর্মীদের গ্রেফতার করলে ভুগতে হবে কলকাতা পুলিশকে। যুব মোর্চার কর্মীরা আগামীকাল নবান্ন অভিযান সফল ভাবে করবে বলে এদিন দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি।