স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১১ সেপ্টেম্বর:
শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নীচের পাড়া এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী গোবিন্দ দাস খুনের ঘটনায় চার জনকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত ১লা সেপ্টেম্বর এলাকা দখলকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছিলেন গোবিন্দ দাস নামের ওই যুবক। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। এর পরই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়েছিল শান্তিপুর। বৃহস্পতিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শুক্রবার রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
মূল অভিযুক্ত ভরত রায়, গণেশ বিশ্বাস, সুফল বিশ্বাস ও বিপ্লব অধিকারীকে শান্তিপুর থানার পক্ষ থেকে ১৪ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে।