স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৮ অক্টোবর: বিজেপির যুব মোর্চার জেলা সহঃ সভাপতিকে গুলি করে খুন করার ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ইটাহার থানার রাজগ্রামে বিজেপির যুব মোর্চার সহঃ সভাপতি মিঠুন ঘোষকে কয়েকজন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করে।
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা খুন করেছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। রাতেই এক জনকে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আর্স ভর্মা বলেন অভিযোগের ভিত্তিতে সন্তোষ মহন্ত নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনের খোজে তল্লাশি চলছে।