আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুলাই : এক বছর আগে শিশু মৃত্যুর ঘটনায় যুক্ত ব্যক্তি নদিয়া থেকে গ্রেপ্তার। খুন হওয়া শিশুর মাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ তমলুক আদালতে তোলা হয়।

এক বছর আগে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশ নদিয়া জেলার নবদ্বীপ থানার মহেশগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম সেখ সাহেব। বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তাকে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। তমলুক মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, ২০২০ সালের ৩০ জানুয়ারি ময়না থানায় জাহানারা বিবি নামে এক মহিলা অভিযোগ দায়ের করেন। ঐদিন সন্ধ্যায় বাড়িতে ঘুমিয়েছিলো তার সাড়ে ছয় বছরে শিশু কন্যা। এরপর তাকে আর না পাওয়ায় রাত সাড়ে ন’টা নাগাদ ময়না থানায় নিখোঁজ ডাইরি করা হয়। পরে সেটি কেশে লিপিবদ্ধ করা হয়। চলতি বছরে ২২ এপ্রিল বাড়ির কিছুটা দূরে ওই শিশু কন্যার দেহাংশ পাওয়া যায়। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যায়। তদন্ত করে কিছু তথ্য যাতে পাওয়া যায় সেই কারণে অভিযোগকারীকে আটক করে জিঞ্জাসাবাদ করে পুলিশ। মৃত শিশুর মায়ের কাছ থেকে বেশকিছু তথ্য পেয়ে পুলিশের তদন্তকারি দল বেশ কয়েকবার নদিয়া জেলায় গিয়ে নবদ্বীপ থানার সাথে যোগাযোগ করে। জানা যায় ঘটনার সাথে যুক্ত ব্যক্তি সেখ সাহেব ভিন রাজ্যে পালিয়েছে। গোপনসূত্রে খবর পাওয়া যায় ঈদ উপলক্ষ্যে অভিযুক্ত বাড়ি ফিরেছে। গতকাল তদন্তকারী দল গিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করার পর বিচারক ধৃতকে পুলিশ হেফাজতে ১০ দিনের জন্য দিয়েছেন।

পুলিশ অভিযুক্তের সাথে কথা বলে কি কারণে খুন করা হয়েছে, আর কেউ এর সাথে যুক্ত আছে কি না সবটা জানার চেস্টা করবে। এক বছর পরে গ্রেপ্তারের ঘটনা পুলিশের একটা বড় সাফল্য বলে দাবি করেছেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক।


