আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১২ সেপ্টেম্বর :
সামনেই উৎসবের মরসুম, আর তার আগেই বড় সাফল্য উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের। বারাসাত, দত্তপুকুর, মধ্যমগ্রাম, হাবড়া প্রভৃতি থানা এলাকার নাগরিকদের খোয়া যাওয়া ১৫৪টি দামী মোবাইল ফোন উদ্ধার করে শনিবার বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিত বন্দোপাধ্যায়ের অফিস থেকে ওই মোবাইলের প্রকৃত মালিকদের ডেকে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হল।
গত ১৫ দিন ধরে বারাসাত মহকুমার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কর্মীরা গ্রাহকদের এই হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করেছে। যে মোবাইল ফোনগুলি পুলিশ উদ্ধার করেছে তার প্রত্যেকটি দামি অ্যান্ড্রয়েড ফোন। গ্রাহকরা শনিবার দুপুরে বারাসাতে জেলা পুলিশ সুপারের দপ্তরে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজেদের ফোনগুলি নিয়ে যায়।
উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ১৫/২০ দিন ধরে আমাদের জেলা পুলিশের দল অভিযান চালিয়ে বিভিন্ন থানা এলাকা থেকে খোয়া যাওয়া ১৫৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে। সেই ফোনের প্রকৃত মালিকদের ডেকে তাদের হাতে আজ এই ফোনগুলি ফিরিয়ে দেওয়া হল।”
আসন্ন উৎসবের মরসুমের আগে নিজেদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি ফোনের প্রকৃত মালিকরা।