চালক মদ্যপ থাকায় দুর্ঘটনায় পুলিশের গাড়ি

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ নভেম্বর : দুর্ঘটনায় পুলিশের গাড়ি। কেউ অবশ্য হতাহত হয়নি। পুলিশের গাড়ি রাস্তার লেন ভেঙ্গে পুরো ডিভাইডারের উপরে উঠে যায়। চালকসহ যাত্রীরা সবাই পলাতক।

রাত্রি তখন প্রায় এগারোটা সেই সময় তমলুক জেলা সদরের হাসপাতাল মোড় থেকে নন্দকুমার দিকে যাচ্ছিল একটি পুলিশের গাড়ি। গাড়িটি তমলুক হাসপাতাল মোড় থেকে শ’পাঁচেক মিটার এগিয়ে আসার পরেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লেন ভেঙ্গে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারের উপরে উঠে যায়। ডিভাইডার ধরেই গাড়িটা বেশ কিছুটা এগিয়ে গিয়ে থামে। ড্রাইভার ছাড়া গাড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মীও ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার পরই আশপাশ থেকে মানুষজন ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ড্রাইভার মদ্যপ অবস্থায় থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরই চালক এবং যে পুলিশ কর্মীরা গাড়ির ভেতর ছিলেন তারা সবাই ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যান। পরে তমলুক থানার পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়।

গাড়ি তমলুকের দিক থেকে নন্দকুমার দিকে যাচ্ছিল। তমলুক হাসপাতাল মোড় ও জেলাশাসকের দপ্তরে মাঝামাঝি জায়গায় এই ঘটনাটি ঘটে। গাড়িটি কোন থানার পুলিশের সেটা অবশ্য এখনও জানা যায়নি। চালকের আইকার্ড অবশ্য গাড়ি থেকে পাওয়া গেছে। গাড়িটি জেলার রেজিস্ট্রেশন ভুক্ত। সামনে পুলিশের বোর্ড লাগানো ছিল। সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে তমলুক থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কিছু বলতে চাওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *