স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ ফেব্রুয়ারি: নদিয়া জেলার ১১টি পৌরসভা থাকলেও, মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় পৌরনির্বাচন থেকে দূরে রয়েছে রানাঘাট কুপার্স। নবদ্বীপ, কৃষ্ণনগর, গয়েশপুর, কল্যাণী, হরিণঘাটা, চাকদা, বীরনগর, তাহেরপুর, রানাঘাট এবং শান্তিপুর মিলিয়ে মোট দশটি পৌরসভায় ভোটগ্রহণ হতে চলেছে আগামীকাল। ভোট গণনা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে নবদ্বীপ এবং কৃষ্ণনগরের জন্য কৃষ্ণনগর বিপিসি কলেজ। চাকদা শান্তিপুর বিননগর তাহেরপুর এবং রানাঘাটের জন্য রানাঘাট কলেজ। কল্যাণী, হরিণঘাটা গয়েশপুরের জন্য কল্যাণী মহাবিদ্যালয়।
এই উপলক্ষ্যে পাঁচ হাজারেরও বেশি রাজ্য পুলিশ পাঠানো হয়েছে বিভিন্ন থানায়, সেখান থেকেই বিভিন্ন বুথে পৌঁছে যাবেন তারা। তবে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকছে না এবারের পৌর নির্বাচনে। থাকছে না বিশেষভাবে সক্ষম বা প্রবীনদের বাড়িতে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই গণনা কেন্দ্রে রাখা স্ট্রং রুম থেকে ইভিএম এবং ভোটের আনুষঙ্গিক উপকরণ নিয়ে ভোট কর্মীরা রওনা দিয়েছেন ৮৮৪ টি ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। যদিও মেইন ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে ৭৯৬ টি স্থির করেছেন নির্বাচন কমিশন।
রাত পোহালেই নদিয়ার দশটি পুরসভায় ৭০৪৭৭৮ জন ভোটার ৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে চলেছেন। মোট ভোটারের মধ্যে মহিলা ৩৫৪১৯৭ জন, তৃতীয় লিঙ্গের ২৩ জন।