কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ এপ্রিল:
জেলা পুলিশ অায়োজিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলায় অঙ্কন এবং মডেল তৈরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১২ এপ্রিল বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছিল এবং তারপর হোয়াটসঅ্যাপ নম্বরে ২০ এপ্রিল বিকাল ৫টার মধ্যে ছবি বা মডেল তৈরী করে তার ছবি অাপলোড করতে বলা হয়েছিল নির্দেশিকায়।
সেইমতো প্রতিযাগীরা ছবি তুলে অাপলোড করে। যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন তাদে পুরস্কৃত করা হল। অাজ জেলা পুলিশের নির্দেশে দাসপুর থানায় যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিল তাদের পুরস্কৃত করা হয়। ৩৭জন পড়ুয়ায় হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।