৪৮ ঘণ্টা পার, মালদায় নিহত যুবতীর পরিচয়ই জানতে পারেনি পুলিশ

আমাদের ভারত, মালদা, ৭ ডিসেম্বর: হায়দ্রাবাদ কান্ডের অভিযুক্তদের ইতিমধ্যেই এনকাউন্টার করে ফেলেছে তেলেঙ্গানা পুলিশ। কিন্তু মালদার ইংরেজবাজারের ধানতলা এলাকায় যুবতীর অর্ধনগ্ন অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় ৪৮ ঘন্টা কেটে গেলেও মৃতার পরিচয়ই জানতে পারল না মালদা জেলা পুলিশ। তাই সোস্যাল সাইটের মাধ্যম হদিস শুরু করেছে জেলা পুলিশ। এদিকে এই ঘটনায় জেলা জুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।

প্রসঙ্গত বৃহস্পতিবার মালদার ধানতলা এলাকায় আমবাগানের ভিতর এক অপরিচিত যুবতীর অর্ধনগ্ন অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা থেকে পুলিশের প্রাথমিক ধারণা এই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও ময়না তদন্তের রিপোর্ট আসলেও এখনো পর্যন্ত মৃতের নাম পরিচয় জানতে পারেনি জেলা পুলিশ। এই পরিস্থিতিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠাতে যাচ্ছে তারা।

মালদার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা নারী ও শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন চৈতালি ঘোষ সরকার বলেন, আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি এটা জঘন্য অপরাধ হয়েছে। অবিলম্বে পুলিশকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর ব্যবস্থা নিতে হবে।

জেলা বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় বলেন, এই ঘটনার নিন্দা যত কম করা যায় ততই ভালো। যেমন হায়দ্রাবাদে পুলিশ ব্যবস্থা নিয়েছে মালদাতে এরকমই কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশকে।

জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া বলেন, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহা করা হচ্ছে। পাশাপাশি যুবতীর খোঁজে সোস্যাল সাইটের সাহায্য নেওয়া হবে। জেলার পার্শবর্তী থানাগুলির সাথে যোগাপোগ করা হচ্ছে। দ্রুত ঘটনার তদন্ত শেষ করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *