আমাদের ভারত, বর্ধমান, ৭ জানুয়ারি:
বর্ধমান শহরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শোয়ের জন্য বিজেপি যে রুট চেয়েছিল সেই রুট তাদের দেওয়া হলো না। নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে বাতিল করেছে বলে বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বিজেপি সাংসদ তথা জেপি নাড্ডার রোডশোয়ের পর্যবেক্ষক সুকান্ত মজুমদার।
আজ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলনে বলেন, পুলিশ প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে অপারগ বলে লিখিতভাবে জানিয়েছেন। এর দ্বারা প্রমাণ হচ্ছে রাজ্যের আইন শৃংখলা কি অবস্থায় আছে। তিনি বলেন বর্ধমান শহরে রোড-শোয়ের জন্য আমরা পুলিশের কাছে বিসি রোডের অনুমতি চেয়েছিলাম। আমরা পুলিশকে জানিয়ে ছিলাম, বিসি রোডে আমরা নাড্ডাজির রোড শো করতে চাই। কিন্তু পুলিশ সুপার আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন তাঁরা নিরাপত্তা দিতে পারবেন না। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা যে পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। যেহেতু আমরা নিয়ম মেনে চলি তাই বর্ধমান শহরের জিটি রোড এলাকায় বীরহাটা থেকে কার্জনগেট পর্যন্ত এই রোড শো করা হবে।
বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, বর্ধমান শহর এবং কাটোয়ায় যে দুটি কর্মসূচিতে জেপি নাড্ডা অংশ নেবেন সেই দুটি কর্মসূচিতেই জনপ্লাবন দেখা দেবে। সেই কারণে বর্ধমানে রোড শোয়ের জন্য আমরা যে রুট চেয়েছিলাম সেই রুটে রোড শো করতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে। তাঁর প্রশ্ন, ওই একই রাস্তায় যদি মমতা ব্যানার্জি রোড শো করতে চাইতেন তাহলে পুলিশের কি কিছু বলার ছিল? রাজু বন্দোপাধ্যায় অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এইসব কাজ চলছে। পুলিশ এখন কাঠপুতুলের মত কাজ করছে। তাদের সুতো দিয়ে যেমন নাচানো হচ্ছে তারা সেই মতো নাচছেন। তিনি আরো প্রশ্ন তোলেন যেদিন ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার অনুষ্ঠান ছিল সেদিন একাধিক জায়গাতে তৃণমূল কংগ্রেস সভা করেছিল। তৃণমূল কংগ্রেসের সভাগুলির একটারও অনুমতি ছিল না। কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না। জে পি নাড্ডার জনসভায় জনবিস্ফোরণ সেটা আবার প্রমাণ করে দেবে।