আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি:
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে তথা শেখ শাজাহানকে গ্রেপ্তারের দাবিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির তিন দিনের ধর্না কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। তাই ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতার এই আবেদনে মামলা দায়ের করা অনুমতিও দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। সূত্রের খবর মঙ্গলবার এই শুনানি হতে পারে।
গত শুক্রবার দলীয় বৈঠকে বিজেপি নেতৃত্ব ঠিক করেছিলেন সন্দেশখালির ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় টানা তিনদিন ধর্না কর্মসূচি পালন করবে পদ্ম শিবির। ধর্ণা কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর ছিল, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন কলকাতা গান্ধী মূর্তি পাদদেশ ধর্না চলবে।
বিজেপির বক্তব্য সেইমতো পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। রবিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য লিখেছিলেন, সেনার তরফে অনুমতি দেওয়া সত্ত্বেও গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির ধর্নায় অনুমতি দেয়নি রাজ্যের পুলিশ। এক্ষেত্রে অজুহাত হিসেবে ওই এলাকায় লাউড স্পিকার বাজানোয় বিধিনিষেধ রয়েছে। এরপরই অমিত মালব্য প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ওই একই জায়গায় দু’দিনের ধর্নায় বসে ছিলেন। তখন পুলিশ সব ব্যবস্থা করেছিল। তাই আইনি পথে এগোবে বঙ্গ বিজেপি।