প্রসঙ্গ রাজ্যপাল! বিধানসভার গেটে সাংবাদিকের দীর্ঘক্ষণ আটকে রাখল পুলিশ

নীল বনিক, কলকাতা, ৫ ডিসেম্বর: বিধানসভায় সাংবাদিকদের প্রবেশ করতে বাধা। বৃহস্পতিবার বিধানসভায় আসার কথা রাজ্যপাল জগদীপ ধনকরের। তারজন্য সাংবাদিকদের মধ্যেও যথেষ্ট কৌতুহল ছিল। কিন্তু সাংবাদিকরা ঢুকতে গেলে তাদের আটকে দেওয়া হয়। দীর্ঘ সময় তাঁরা গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন। অবশ্য পরে তাঁদের ঢুকতে দেওয়া হয়।

আজ সাংবাদিকরা যখন প্রতিদিনের মত বিধানসভায় প্রবেশ করতে যান, তখন তাদের আটকায় পুলিশ। বিধানসভার গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানান, উপরের অর্ডার নেই। তাইআপনাদের প্রবেশ করতে দেওয়া হল না। তারপরে সাংবাদিকরা সবাই রাস্তার উপরে দাঁড়িয়ে অপেক্ষা করেন। পরে রাজ্যপাল বিধানসভায় ঢোকার পর তাঁদের ঢুকতে দেওয়া হয়।

রাজ্যপালের বিধানসভায় আসা নিয়ে আজ বেনজির নিরাপত্তা ব্যবস্থা। বিধানসভার কর্মীদেরও পরিচয়পত্র দেখে ভিতরে প্রবেশ করতে দেয় পুলিশ। বিধানসভার বাইরেও কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। তবে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিয়ে মুখ খুলতে চাননি রাজ্যের মন্ত্রীরা। উল্টে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের দেখে গাড়ির কাঁচ তুলে দিয়ে বিধানসভার ভিতরে প্রবেশ করেছেন।

রাজ্যপাল নির্দিষ্ট সময় বিধানসভায় আসেন। কিন্তু নিয়মমত তিন নম্বর গেট দিয়ে ঢুকতে গিয়ে দেখেন বন্ধ রয়েছে। ফলে তাঁকে অন্য গেট দিয়ে ঢুকতে হয়। এব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। আজ তাঁকে বিধানসভায় স্বাগত জানানোর কথা ছিল স্পিকারের, কিন্তু তিনি বিধানসভাতেই আসেননি। রাজ্যপাল বলেন, স্পিকার স্বাগত জানাতে চেয়েছিলেন, আমি তাতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু আজ কী এমন ঘটল যে তিনি বিধানসভায় এলেন না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *