একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে পুলিশ দিবস পালন হল পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: আজ ছিল পুলিশ দিবস। সারা রাজ্যের সঙ্গে আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আজকের এই দিনটি। পুলিশ দিবস উপলক্ষ্যে এদিন কোতোয়ালি পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি পালন করেন তারা।

এই বিশেষ দিন উপলক্ষে এদিন পুলিশ ক্লাবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্য পুলিশের আইজি সঞ্জয় সিং। সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার, আইসি পার্থ সারথি পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

বিশেষ দিনটি বিশেষ ভাবে পালন করল জঙ্গলমহলে পুলিশ কর্মীরা। এদিন সকালে শহরের কালেক্টর মোড় থেকে পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা দৌড়ে প্রতিযোগিতায় যেমন অংশগ্রহণ করেন কয়েক শতাধিক পুলিশ কর্মী, তেমনি রক্তদান শিবিরেও তারা রক্ত দিয়ে সামাজিক দায়িত্বের পরিচয় দেন। এরপর পুলিশ ক্লাবের উদ্বোধন করেন জেলা পুলিশ আধিকারিক। এর পাশাপাশি জেলা পুলিশ লাইনে শিল্প কুটির, পুলিশ ক্রেডিট সোসাইটির উদ্বোধন করেন আই জি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আই জি জানান, জেলার পরিস্থিতি খুব ভালো।

অপরদিকে পুলিশ দিবস উপলক্ষে ডেবরা থানায় সাঁতার প্রতিযোগিতা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডেবরা থানার ওসি প্রণব পাত্র, দীপক দে সহ অন্যান্য পুলিশ অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *