গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৮ সেপ্টেম্বর: আরামবাগ মহকুমা জুড়ে পালন করা হল পুলিশ দিবস। কোথাও বৃক্ষরোপণ আবার কোথাও সচেতনতা শিবিরের মাধ্যমে। সোমবার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে গোঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও কামারপুকুর হাসপাতলে ভর্তি হওয়া রোগীদের ফল বিতরণ করা হয়। এই ফল বিতরণে হাজির ছিলেন আরামবাগের এসডিপিও নির্মল কান্তি দাস, গোঘাট থানার ওসি বঙ্কিম বিশ্বাস, গোঘাট থানার মেজবাবু রফিকুল ইসলাম সহ আরোও অনেক পুলিশ আধিকারিক হাজির ছিলেন।
রোগীদের হাতে ফলের প্যাকেট তুলে দেন আরামবাগের এসডিপিও নির্মল কান্তি দাস। নির্মলবাবু বলেন, আমরা আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন থানা এলাকায় পুলিশ দিবস পালন করছি, যেমন গোঘাট স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল বিতরণ আরামবাগ থানার মারফত সচেতনতা শিবির, ও খানাকুল থানার মাধ্যমে বৃক্ষরোপণ করে পুলিশ দিবস পালন করা হয়।

