কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর: মঙ্গলবার রাজ্যের বিভিন্ন থানা এবং ফাঁড়িতে পালিত হয় পুলিশ দিবস।রামজীবনপুর ফাঁড়িতে গাছ লাগানোর মাধ্যমে এই দিনটি পালন করা হয়। রামজীবনপুর ফাঁড়িতে ঝাউ গাছ লাগানো হয় পুলিশের উদ্যোগে। ছিলেন রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী, কল্যাণ তিওয়ারি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এলাকার মানুষজন পুলিশকর্মীদের সংবর্ধনা দেন। সমাজের সর্বস্তরে পুলিশের অবদান নিয়ে বলেন বক্তারা।


