আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৮ সেপ্টেম্বর: মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গার সাথে কান্দি মহকুমায় পালিত হল পুলিশ দিবস। কান্দি সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুলিশ দিবস পালন করা হল মঙ্গলবার। কান্দি মহকুমার প্রত্যেকটি থানার অফিসারদের সংবর্ধনা দেওয়া হল কান্দি থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন কান্দি থানার আইসি অরূপ কুমার রায়, সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত, বড়ঞাঁ থানার ওসি নির্মল দাস।

কান্দি থানাতে কেক কেটে ও পুস্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে পুলিশ দিবস পালন করে কান্দি সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সংস্থার সহ-সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে আজকের পুলিশ দিবস পালন করা হল কান্দি মহকুমা জুড়ে।


