আমাদের ভারত, হুগলী, ৮ সেপ্টেম্বর: মঙ্গলবার হুগলীর চুঁচুড়ায় মন্ত্রী, বিধায়কের উপস্থিতিতে পালিত হল পুলিশ দিবস। মঙ্গলবার চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন পুলিশ দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির সহ পুলিশ আধিকারিকরা। করোনা আবহে যেভাবে পুলিশকর্মীরা সামনের সারিতে থেকে লড়াই করছেন তাদের জন্য এদিন পালিত হল পুলিশ দিবস।

গত ছ’মাসে করোনা পরিস্থিতি ও আমফানের মত দুর্যোগের দিনগুলিতে যেভাবে পুলিশ কর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে গেছেন তার প্রতি উৎসাহ জানাতেই মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসাবে পালনের নির্দেশ দেন। সেদিন না করা গেলেও আজ চন্দননগর পুলিশ কমিশনারেট আজ সেই দিনটি উদজাপন করল বলে জানান কমিশনার হুমায়ুন কবীর। বর্ণাঢ্য কুচকাওয়াজ সহ পুলিশের যাবতীয় কসরত এদিন প্রদর্শিত হয় আজকের অনুষ্ঠানে।

