আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ জুলাই: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার ব্যারাকপুরে সিটুর উত্তর ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে পুলিশ কমিশনারেট অভিযান অনুষ্ঠিত হলো। আজকের এই পুলিশ কমিশনারেট অভিযানে উপস্থিত ছিলেন সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। আর এই পুলিশ কমিশনারেট অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এক সময় পুলিশের দেওয়া ব্যারিকেড আন্দোলনকারীরা ভেঙ্গে ফেলে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিটু নেত্রী গার্গী চ্যাটার্জি জানান, গত ৯ জুলাই সাধারণ ধর্মঘটের দিন তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশের সহযোগিতায় বনধ ভাঙার জন্য অতি সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কল কারখানার জমি, জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। আর এই জমি মাফিয়াদের মদত করছে পুলিশ প্রশাসন বলে অভিযোগ করেন।