অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৪ নভেম্বর: উত্তর ২৪ পরগনার বিখ্যাত মা কালীর পুজোর মধ্যে অন্যতম বড় পুজো হল নৈহাটির বড় মায়ের পুজো। চলতি বছরে শতবর্ষে পদার্পণ করেছে বড় মা কালীর পুজো। প্রত্যেক বছরই এই পুজোয় দেশের বিভিন্ন রাজ্য থেকে এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মা কালীর ভক্তরা এখানে পুজো দিতে আসেন। লোকমুখে কথিত আছে বড় মায়ের কাছে পুজো দিলে কেউ খালি হাতে ফিরে যায় না। লক্ষ মানুষ ডন্ডি কেটে বড় মায়ের সামনে দাঁড়িয়ে পুজো ও অঞ্জলি দেন।
প্রত্যেক বছরের মত এবছরও ২১ হাত অর্থাৎ ১৪ ফুট উচ্চতা বিশিষ্ট বড় মায়ের মূর্তি নির্মাণ করছেন মৃৎ শিল্পীরা। তবে এবছরটা অন্য রকম। করোনা সব কিছুর হিসেব পাল্টে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুজো উপলক্ষ্যে জারি করা হয়েছে প্রশাসনের স্বাস্থ্য বিধি। বড় মায়ের পুজোর ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন নৈহাটি অরবিন্দ রোডে বড় মায়ের পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন নৈহাটিতে বড় মায়ের মণ্ডপ পরিদর্শন করে এখানকার পুজোর প্রধান উদ্যোক্তার সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার। এদিকে রাজ্যে কালী পুজো নিয়ে এখনো কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সকলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। চলতি বছরে করোনা আবহে বাজি ফাটানো বা বাজি পোড়ানো থেকে যাতে সকলে দূরে থাকে, সেই অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বড় মায়ের পুজো উপলক্ষ্যে ভিড় নিয়ন্ত্রনে রাখার সব ধরনের ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হবে ।”