Barrackpore, Student, ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ কর্মসূচি ‘সবলা’র উদ্বোধন ব্যারাকপুরের পুলিশ কমিশনারের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ ডিসেম্বর: আর জি কর কান্ডের পর রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তবে কারোর ওপর নির্ভর না করে নারীদের নিরাপত্তা নিজেদের করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্র নাথ কলেজের ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি নেওয়া হলো। এবার পড়াশোনার পাশাপাশি কলেজের ছাত্রীরা নিয়ম করে আত্মরক্ষার প্রশিক্ষণ নেবেন পুলিশের প্রশিক্ষকদের কাছ থেকে। ট্রেনিং শেষে নেওয়া হবে পরীক্ষা, আর দেওয়া হয়ে সার্টিফিকেট। তবে সবটাই হবে নিখরচায়।

কলেজের বিভূতিভূষণ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ কর্মসূচি সবলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। তবে এই ধরনের প্রশিক্ষণ কতটা প্রয়োজন সেটা বোঝানোর পাশাপাশি রাজ্যের মহিলাদের পুলিশে যোগ দেওয়ার আহ্বান জানান পুলিশ কমিশনারে আলোক রাজোরিয়া। তিনি বলেন, পুলিশের কাছে মহিলারা যাতে নিজেদের সমস্যা খুলে বলতে পারেন তার জন্য মহিলাদের পুলিশে যোগদান বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *