রাজেন রায়, কলকাতা, ১০ সেপ্টেম্বর: অদৃশ্য শত্রু করোনার থাবা এড়াতে পারলেন না খোদ কলকাতা পুলিশ কমিশনারও।বৃহস্পতিবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট এল কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার। আবার এদিনই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর গৌতম মাহাতোর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই পুলিশ কমিশনারের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছেন
সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই তিনি সামান্য অসুস্থ বোধ করছিলেন। ক’দিন ধরে জ্বরও শুরু হয় কলকাতা পুলিশ কমিশনারের। এর পরেই বুধবার তিনি করোনা পরীক্ষা করালে বৃহস্পতিবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।