জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বুধবার সকাল থেকে লকডাউন সফল করতে অতি তৎপর পুলিশ। কেশিয়াড়ি বাজারে দোকানপাট সব বন্ধ করে বাজার ব্যারিকেড করে দেয়। পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয় করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার সাপ্তাহিক লকডাউন সম্পূর্ণভাবে সফল করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মতো বুধবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির পাঁচিয়াড় এলাকায় খোলা থাকা মাংসের দোকান সহ সমস্ত দোকান বন্ধ করে দেয় কেশিয়াড়ি থানার পুলিশ। লকডাউন সফল করতে অত্যন্ত তৎপর কেশিয়াড়ি পুলিশ ব্লকের সমস্ত দোকান বাজার এবং রাস্তা বেরিকেড ও বন্ধ করে দেয়।