আমাদের ভারত, হুগলী, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের দিন ৩০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে আরএসএসের শাখা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের শোভাযাত্রা আটকে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট। এদিন সকাল ৮টা নাগাদ চুঁচুড়ার খাদিমামোড়ে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তারা হুগলী মোড় হয়ে চুঁচুড়া পিপুলপাঁতি মোড়ের উদ্দেশ্যে ৩০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা শুরু করে। চুঁচুড়ার রবীন্দ্রনগর টেকনো ইন্ডিয়া স্কুলের সামনে মিছিল যেতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়।
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় হিন্দু জাগরণের কার্যকর্তাদের। বেশ কিছুক্ষণ ধরে চলে পুলিশকে ঘিরে স্লোগান। ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পরে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। অবশেষে জাগরণের কার্যকর্তার পতাকা গুটিয়ে নিতে বাধ্য হয়। বর্তমান পরিস্থিতিতে যে কোনও রকম জমায়েতে সরকারি বিধি নিষেধ থাকায় এই মিছিল আটকানো হয়েছে বলে পুলিশ সুত্রে খবর। কিছুক্ষণের মধ্যেই ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা।