অনুমতি নেওয়া সত্ত্বেও মাদ্রাসা শিক্ষকদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষকরা

রাজেন রায়, কলকাতা, ১ ডিসেম্বর: গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত নিয়ম মেনে প্রতিবাদ মিছিলের অনুমতি নিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা, এমনটাই দাবি তাদের। আর তারপরেও তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করল পুলিশ। যার জেরে মঙ্গলবার দুপুরে রণক্ষেত্র হয়ে উঠল ধর্মতলা চত্বর। অভিযোগ, শিক্ষকদের উপর বেপরোয়াভাবে লাঠিচার্জ করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক।

মঙ্গলবার ‘আনএডেড’ মাদ্রাসাগুলির উন্নয়নের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘ওয়েস্টবেঙ্গল রেকগনাইজড আন এইডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’। মাদ্রাসা শিক্ষকদের কয়েকটি মিছিল ধর্মতলায় জড়ো হয়। কথা ছিল, মিছিলগুলি গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে সকলে একসঙ্গে নবান্নের দিকে এগিয়ে যাবেন। আর সেই মতোই তারা সেখানে বিক্ষোভ অবস্থান করছিলেন। সংগঠন সেনার অনুমতিও নিয়েছিল বলেও জানানো হয়েছে। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় মিছিল শুরু হতেই পুলিশ বাধা দেয়।

বিক্ষুব্ধ মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ, বিনা বেতনে তাঁরা মাদ্রাসায় পড়াচ্ছেন। পড়ুয়ারা মিড-ডে মিল-সহ কোনও সরকারি সুযোগ-সুবিধা পায় না। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশকর্মীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। কয়েকজন মাদ্রাসা শিক্ষকনেতা রাজপথে শুয়ে পড়েন। এরপরই বিক্ষোভকারীদের অনেককে প্রিজন ভ্যানে তোলা হয়। কয়েকজনের উপর লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *