আমাদের ভারত, ২৪ নভেম্বর: উত্তরপ্রদেশের সম্বলে জামা মসজিদে সমীক্ষা করতে গিয়ে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হলো। সংঘর্ষে প্রাণ হারালেন তিনজন। আহত হয়েছে পুলিশ কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেইল ফাটায়।
রবিবার উত্তর প্রদেশের সম্বলে আদালতের নির্দেশে জামা মসজিদে সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। প্রশাসনের কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। পাশাপাশি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
মুঘল আমলে নির্মিত শাহি জামা মসজিদের তলায় হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে বলে দাবি উঠেছে। সেখানে হরি মন্দির ছিল বলে আদালতে মামলার রুজু করেছেন বরিষ্ঠ আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মসজিদে রবিবার সকাল সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে সমীক্ষা করা হয়। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করা হয়েছে। ২৯ তারিখের মধ্যে আদালতে সেই রিপোর্ট পেশ করা হবে। বিষ্ণু জৈন বলেন, সম্বলের হরিহর মন্দির আমাদের আস্থার সঙ্গে জড়িত। বিষ্ণুর দশাবতারের মধ্যে কল্কি অবতার এখানে পূজিত হন। ১৫২৯ খ্রিস্টাব্দে বাবর, মন্দিরটি ভেঙ্গে মসজিদে রূপান্তরের চেষ্টা করেন। ভারতের পুরাতন সর্বেক্ষণ বিভাগ ওই এলাকাটিকে সংরক্ষিত বলে ঘোষণা করেছে। হিন্দু মন্দিরের নানা চিহ্ন রয়েছে ঐ মসজিদ।রবিবার সেখানেই সমীক্ষা চালানোর সময় আক্রান্ত হয় পুলিশ। রণক্ষেত্র চেহারা নেয় ওই এলাকা।
এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা বলেন, শুধু সম্বল নয়, এই ধরনের জায়গাগুলিতে শরিয়া আইন প্রণয়নের চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরো বলেন, উদ্বাস্তুদের পরিচয় পত্র তৈরি করে দেওয়া হচ্ছে। আমাদের দেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হিন্দুরা ঢুকতে পর্যন্ত পারে না। এটা আর অজানা নেই। আমাদের একটা মন্ত্রই মেনে চলতে হবে, এক হে, তো সেফ হে। বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, স্লোগানের গুরুত্ব এখানেই। গোটা দেশে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশের কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছেন, মসজিদে একবার সমীক্ষা চালানোর পর তথ্য প্রমাণ ছাড়াই দ্বিতীয়বার ফের কেন সমীক্ষা করা হলো? বেছে বেছে কেন সকালে সমীক্ষা করা হলো?ভোটে কারচুপি থেকে নজর ঘোরাতে এসব করা হয়েছে। অখিলেশকে পাল্টা কটাক্ষ করে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রিজেস পাঠক বলেন, বিচার বিভাগের উপর আঙুল তুলছেন সমাজবাদী পার্টির নেতা। আদালতের নির্দেশে সম্বলে এ সমীক্ষা চালাতে টিম গিয়েছিল। পুলিশ যথাযথ ভূমিকা পালন করেছে। কিন্তু গোটা রাজ্য জানে সমাজবাদী পার্টি কেন পুলিশকে সমর্থন করে না।