আমাদের ভারত, মেদিনীপুর, ২ এপ্রিল: লকডাউন অমান্য করে সান্ধ্য আড্ডার জমায়েত তুলতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয় এবং পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। গ্রামবাসীদের আক্রমণে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মী।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার মহারাজপুর গ্রামে। এই এলাকাতে লকডাউন ভেঙ্গে গ্রামবাসীদের বাইরে জমায়েত করার খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ জমায়েত হঠাতে গেলে পুলিশের ওপর তারা চড়াও হন এবং পুলিশের গাড়িতে ভাঙ্গচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে গোয়ালতোড় থানা পুলিশ সূত্রে জানা গেছে।