আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ জুলাই: বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হলো পুলিশ। রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বাদুড়িয়ার ছ’ নম্বর ওয়ার্ডে।
জানাগেছে, বাদুড়িয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে মাঝেমধ্যেই মধুচক্রের আসর বসে বলে অভিযোগ। সেই মধুচক্রের আসর অবিলম্বে বন্ধ করতে হবে এমন দাবি তুলে এদিন সন্ধেয় বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। হাতে ঝাঁটা, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান তারা। সেই বিক্ষোভ তুলতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন বাদুড়িয়া থানার পুলিশ কর্মীরা। এক সিভিক ভলান্টিয়ারকে মেরে হাত ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙ্গচুর চালায় বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।