আমাদের ভারত, হাওড়া, ১৬ মে: লকডাউন অমান্য করে মাস্ক ছাড়াই এলাকায় জমায়েত করে থাকা জনতাকে হঠাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে রাজাপুর থানার বাসুদেবপুর মাগুরখালি বাজারে। ঘটনায় জনতার ছোড়া ইটের আঘাতে এক সিভিক ভলান্টিয়ারের মাথা ফেটে যায়।
জানাগেছে, শনিবার সকালে মাগুরখালি বাজারে মাস্ক ছাড়াই জমায়েত করেছিল কয়েকজন যুবক। জমায়েতের খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের সঙ্গে জনতার বচসা বাধে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকা উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে এমনকি পুলিশের একটি বাইকে ব্যাপক ভাঙ্গচুর চালায়। অন্যদিকে জনতার ছোড়া ইটের আঘাতে এক সিভিক ভলান্টিয়ারের মাথা ফেটে যাওয়ার পরেই জনতা এলাকা থেকে পালিয়ে যায়।
এদিকে এই ঘটনার পরেই রাজাপুর থানার ওসি অজয় সিং’য়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।