Police, Shyamnagar, শ্যামনগরে সময় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ২

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ আগস্ট: নাকা চেকিং চলার সময় মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার শ্যামনগর পিনকল মোড়ে। পুলিশ ঘটনায় অভিযুক্ত আরমান শেখ ও অঙ্কিত শর্মাকে গ্রেপ্তার করেছে। আরমানের বাড়ি বাসুদেবপুর থানার ২২ নম্বর রেলগেট এলাকায়। অঙ্কিতের বাড়ি জগদ্দল থানার শ্যামনগর গভমেন্ট কোয়ার্টার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাকা চেকিং চলার সময় কর্তব্যরত পুলিশ অফিসার একটি বাইক আটকায়। ওই বাইকে দু’জন মদ্যপ আরোহী ছিল। অভিযোগ, মদ্যপ দুই যুবক কর্তব্যরত এএসআই বিশ্বনাথ সর্দার-সহ দু’জন পুলিশ কর্মী এবং পুলিশের গাড়ির চালককে মারধর করে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার গুন্ডা দমন শাখার পুলিশ পৌঁছে মদ্যপ দুই যুবককে আটক করেছে।

পুলিশের দাবি, হেলমেট না থাকায় আরমানকে আটকানো হয়েছিল। তখন আরমান অঙ্কিতকে ফোন করে জানায়। ব্যারাকপুর থেকে বাসে করে এসে পিনকল মোড়ে নামে অঙ্কিত। উভয় পক্ষের মধ্যে বচসা চলাকালীন তারা কর্তব্যরত পুলিশকে মারধর করে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *