Shibu Hazra arrested, Sandeshkhali, সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ

আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত সন্দেশখালি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শিবু হাজরাকে গ্রেফতার করলো পুলিশ। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থেকে তৃণমূল নেতা শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে রাজ্য পুলিশের ডিজির সাংবাদিক বৈঠকের কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহান ও তার দুই অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরার অত্যাচারে অতিষ্ঠ সন্দেশখালির মানুষের ক্ষোভ একেবারে দাবানলের চেহারা নিয়েছিল। গোটা এলাকায় আগুন জ্বলে উঠেছিল। সম্পত্তি দখল ও গণধর্ষণের অভিযোগে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারা। উত্তম সর্দার, শিবু হাজরার বাড়ি- ঘর, কারখানা, পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্র রাজ্যের একাধিক দল সন্দেশখালিতে এসেছেন।

শনিবার উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হয়েছে। উত্তম সর্দারকে গত শনিবার গ্রেপ্তার করা হলেও ফেরার ছিল শিবু হাজরা। শনিবার তিনিও ধরা পড়লেন। জানাগেছে, রবিবারই তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

গত কয়েকদিন ধরে সন্দেশখালির মহিলাদের ওপর তৃণমূল নেতাদের নির্যাতনের অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল নেতারা সন্দেশখালির মহিলাদের ওপর নির্যাতন চালাতো। রাতের বেলায় পার্টি অফিসে ডেকে পাঠানো হতো মহিলাদের। সংবাদমাধ্যমে উঠে আসে একের পর এক বিস্ফোরক ঘটনার খবর।

৫ ফেব্রুয়ারি থেকে সন্দেশখালি সংবাদ শিরোনামে উঠে এসেছে। ওই দিন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। তারপর থেকে নিখোঁজ হয়ে যান শাজাহান। কিন্তু ৯ ফেব্রুয়ারি ফের উত্তপ্ত হয় সন্দেশখালি। গ্রামবাসীরা শাজাহান ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। দীর্ঘদিন ধরে তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন তারা। তারপর পুলিশ উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেপ্তার করলেও শাজাহান পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *