ছবি: ফাইল ছবি।
সাথী প্রামানিক, পুরুলিয়া, ১০ জানুয়ারি: সিএএ ও এনআরসি’র সমর্থনে মিছিল করার উদ্যোগকে পরিকল্পনা করে বানচাল করার অভিযোগ উঠল পুরুলিয়া জেলা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার, বলরামপুরে রথতলা কলেজ ময়দান থেকে একটি ধর্মীয় ব্যানারে মিছিল শুরু হওয়ার কথা ছিল। পুলিশ কোনও অনুমতি দেয়নি। পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েই এদিন মিছিলের উদ্যোগ নেওয়ার সময় উদ্যোক্তাদের মধ্যে ৮ জনকে আটক করে বলরামপুর থানার পুলিশ। সন্ধ্যের পর মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
আটকদের মধ্যে এদিনের মিছিলের উদ্যোক্তা বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিরিঞ্চি কুমার, পুরুলিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য গোপীনাথ গোস্বামীও রয়েছেন। এদিন বজরঙ্গ দলের ব্যানারে মিছিলটি হওয়ার কথা ছিল। আগে মিছিলের অনুমতি নিতে গেলে পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় যে, কোনও ধর্মীয় ব্যানারে এনআরসি ও সিএএ’র সমর্থনে মিছিল করা যাবে না
কিন্তু মিছিলের প্রস্তুতি দেখে পুরুলিয়া জেলা পুলিশ কৌশল অবলম্বন করে। উচ্চ পদস্থ আধিকারিক, জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় বলরামপুরে। একই সঙ্গে বৃহষ্পতিবার এক জন এবং শুক্রবার সকালে ৭ জন মিছিলের উদ্যোক্তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ফলে এদিন আর মিছিলটি হয়নি।