পুরুলিয়া শহরের ডাইনি অপবাদে বাড়ি ছাড়াদের ফেরাতে উদ্যোগ পুলিশের, অভিযুক্ত গ্রেফতার

সাথী দাস, পুরুলিয়া, ২৭ মার্চ: ডাইনি অপবাদে মাতব্বরদের অত্যাচারে ঘরছাড়া পরিবারকে ফেরাতে উদ্যোগ নিল পুলিশ। অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ২০১৫ সালের পুরুলিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের খেজুরিয়া ডাঙ্গার ঘটনা।

ডাইনি অপবাদ দেওয়ার ঘটনার জেরে ঘরছাড়া গোটা পরিবার। ছোট ছোট শিশুদের নিয়ে গত সোমবার থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসহায় ওই পরিবার। শুধু তাই নয় ডাইনি অপবাদ দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন প্রভাবশালী দুষ্কৃতির বিরুদ্ধে। শেষমেষ পুরুলিয়া সদর থানার পুলিশের দ্বারস্থ হলে ঘটনায় অভিযোগের ভিত্তিতে বানেশ্বর রাজোয়াড় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনা পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের খেজুরিডাঙ্গা এলাকার।

ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। সেই সময় পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের খেজুরিডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর রঞ্জিত মোদকের বৃদ্ধ বাবা-মার বিরুদ্ধে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ ওঠে এলাকারই বাসিন্দাদের বিরুদ্ধে। এরপরই ভয়ে এলাকা ছাড়া হতে হয় ওই বৃদ্ধ-বৃদ্ধাকে। এরপরই রঞ্জিত মোদক ও তার স্ত্রী সহ ছোট ছেলেমেয়েদেরও এলাকা ছাড়া করার হুমকি দেয় এলাকার কয়েকজন ব্যক্তি। অসহায় ওই পরিবার শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের হস্তক্ষেপে প্রায় মাস খানেক মতো পুলিশি প্রহরার মধ্য দিয়ে নিজের বাড়িতে থাকেন তারা। এরপরই পুলিশি প্রহরা তুলে নিলে আবারও তাদের বিরুদ্ধে ডাইনি অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করার হুমকি দেয় এলাকার বাসিন্দারা। এরপর মানসিক নির্যাতন মুখ বুজে সহ্য করে কোলের শিশুদের নিয়ে দিনযাপন করে চলছিল রঞ্জিত মোদক ও তার স্ত্রী মিনা মোদক। তারপর কেটে যায় ৫ বছর। রঞ্জিত মোদকের বাবা-মা এখনও ঘরছাড়া। আবারও ডাইনি অপবাদ দিয়ে রঞ্জিত মোদকের পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দেয় এলাকার বাসিন্দারা। শারীরিক ও মানসিক নির্যাতন চালায় বলেও অভিযোগ। গত সোমবার থেকে ভয়ে বাড়ি ছাড়া হতে হয় গোটা পরিবারকে। আবারও ওই পরিবার পুরুলিয়া সদর থানার দ্বারস্থ হলে অভিযোগের ভিত্তিতে বানেশ্বর রাজোয়াড়কে গ্রেফতার করে শনিবার নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

যদিও অসহায় ওই পরিবারের দাবি, সকল অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত সাজা দেওয়া হোক। পাশাপাশি পুলিশের হস্তক্ষেপে নিজেদের বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *