পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: চন্দ্রকোনার পুরসুড়িগ্রামে তৃণমূল কর্মী বটকৃষ্ণ পালের খুনের ঘটনায় চারজনকে আটক করল পুলিশ। গতকাল তাঁর গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে শনিবার থেকে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আর পাঁচটা দিনের মতোই শুক্রবার রাতেও নিজেদের পুরনো মাটির বাড়ি থেকে কিছুটা দূরে নতুন তৈরি হওয়া পাকা বাড়িতে ঘুমোতে গিয়েছিলেন বটকৃষ্ণ পাল। শনিবার সকালে সেই বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর গলা কাটা রক্তাক্ত দেহ।
মৃতের ছেলে গোবিন্দ প্রসাদ পাল সহ পরিবার ও এলাকাবাসীর তরফে সিআইডি তদন্তের দাবি করা হয়েছিল। পুলিশ কুকুর এনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছিল এলাকার বাসিন্দারা। সেই মতো শনিবার বিকেলে পুলিশ কুকুর এনে তদন্তে নেমেছিল পুলিশ। রবিবার ভোররাতে এই ঘটনায় জড়িত থাকা সন্দেহে চারজনকে আটক করে চন্দ্রকোনা থানার পুলিশ।