আমাদের ভারত, মেদিনীপুর, ৫ আগস্ট: বুধবার রাজ্য সরকারের ডাকা সাপ্তাহিক লকডাউন ভেঙে আজ সকাল থেকেই বিজেপি পার্টি অফিসে ও হনুমান মন্দিরে পুজোর আয়োজন করা হয়। এদিন এরকমই মেদিনীপুরের কর্নেলগোলা হরি মন্দির সংলগ্ন এলাকায় থাকা বিজেপি পার্টি অফিসে পুজোর আয়োজনে সামিল হন বিজেপি নেতা শঙ্কর গুছাইত ও দলের বেশ কয়েকজন কর্মী। জয় শ্রীরাম শ্লোগান দিতে থাকেন তারা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়। পুজো উদ্যোক্তাদের সঙ্গে চরম বাদানুবাদ হয়। পুলিশ পুজো বন্ধ করতে বলে। এতে রাজি না হওয়ায় সেখান থেকে ৫ বিজেপি নেতা ও কর্মীদের গ্রেপ্তার করা হয়।
লকডাউনে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে রামের পূজা অর্চনা হয়েছে। রামের ধ্বজা উত্তোলন করার জন্য বেলদায় গ্রেপ্তার রাম ভক্তরা। অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি ফ্রেন্ডস ইউনিট ও গ্রামের রাম ভক্তরা বুধবার সকালে রামের ধ্বজা উত্তোলন করে রাস্তায় একটি র্যালি বের করে।করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন। কিন্তু লকডাউন ভেঙ্গে এই কর্মসূচি করার ফলে বেলদা থানার পুলিশ গ্রেপ্তার করে রাম ভক্তদের। খড়্গপুর শহরের ভূমি পুজা আয়োজনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। পুজো আয়োজনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এদিন পুলিশের এই অতি সক্রিয়তাকে কটাক্ষ করেছেন জেলা ও রাজ্যের বিজেপি নেতৃত্ব।