আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ জুলাই: শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পন্ডাকে গ্রেফতার করল পুলিশ। আজ দুপুরে আচমকাই প্রায় ৩০ জনের বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ি ঘিরে ফেলে। বাড়ির চারদিক পুলিশ ঘিরে ফেলায় হকচকিয়ে যান বিজেপি নেতা কনিষ্ক পন্ডা। তার নামে ওয়ারেন্ট আছে বলে পুলিশ তাকে বেরতে বলে।

কি কারণে ওয়ারেন্ট জানতে কনিষ্ক পন্ডা তা জানতে চাওয়ার পাশাপাশি পুলিশের কথায় বাইরে না বেরোতে চাইলে দরজায় ধাক্কা মেরে দরজা ভাঙ্গার উপক্রম করে পুলিশ। অবস্থার বেগতিক দেখে তিনি বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে এলে তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে মারিশদা থানার পুলিশ। এখন মারিশদা থানায় কনিষ্ক পান্ডাকে রাখা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
ভোটের পর এই বিজেপি নেতাকে গ্রেফতার করায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রবীন এই বিজেপি নেতাকে এই ধরনের গ্রেফতার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ পরিবারের।

