আমাদের ভারত, নন্দীগ্রাম, ১০ জানুয়ারি: নন্দীগ্রামের হোসেনপুরে মাঠে খেলা চলাকালীন এক যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। তার সঙ্গে থাকা পিঠের ব্যাগ থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এমনকি ওই যুবক বিজেপি কর্মী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতার। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য সে এলাকায় এসেছিল বলে দাবি স্থানীয়দের। ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নন্দীগ্রাম থানায় নিয়ে যায়।
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে পুরোটাই তৃণমূলের সাজানো ঘটনা।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হোসেনপুরে সানিয়া ডি কালার মাঠে খেলা চলাকালীন এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এলাকার মানুষের। ওই যুবকের পিঠে থাকা কালো ব্যাগ থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জামার মধ্যে বিজেপির স্টিকার লাগানো ব্যাচ লাগানো ছিল। আজ সকাল ১০টা নাগাদ ওই যুবককে হোসেনপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে গ্রামবাসীরা পরিচয় জানতে চায়। সদুত্তর না দিলে তাকে ঘিরে ধরে রাখে গ্রামবাসীরা। পরে তার কাঁধে থাকা একটি কালো রঙের ব্যাগ পরীক্ষা করে দেখা যায় ব্যাগটির মধ্যে দুটো তাজা বোমা রয়েছে। এই ঘটনা জানাজানি হওয়ার পরে উত্তপ্ত হয় নন্দীগ্রামের হোসেনপুর এলাকা। খবর দেওয়া হয় নন্দীগ্রাম থানায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে বোম দুটি উদ্ধার করে নিয়ে যায় এবং ওই সন্দেহভাজন যুবককে আটক করে। তবে কি উদ্দেশ্যে বোমা নিয়ে ওই সন্দেহভাজন যুবক হোসেনপুর এলাকায় ঢুকেছিল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানাগেছে, জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে আটক যুবকের নাম সমীরণ গিরি, বাড়ি সাউদখালিতে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য নেতা শেখ সাহাবুদ্দিনের বক্তব্য এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য ওই বিজেপি সমর্থক যুবক বোমা নিয়ে এসেছিলে এলাকায় কিন্তু গ্রামবাসীরা তা আটকে দিয়েছে। অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল জানিয়েছেন, তৃণমূল মিথ্যা মামলায় বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবেই জড়িত নয়। প্রলয় পাল আরও জানিয়েছেন, ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন ও তার চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানাগেছে।