জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট:
আজ বৃহস্পতিবারের পঞ্চম সম্পূর্ণ লকডাউন সফল করতে বদ্ধপরিকর ছিল খড়গপুর টাউন থানার
পুলিশ। এদিন খড়গপুর শহরে লকডাউন সফল করতে সকাল থেকে অভিযানে নামে পুলিশ। শহরের গেট বাজার, মালঞ্চা, নিমপুরা, খরিদা, বাস স্ট্যান্ড, ইন্দা, বিদ্যাসাগরপুর থেকে লকডাউন অমান্যকারীদের আটক করেছে পুলিশ। লকডাউন না মেনে বেশ কয়েকজন দোকানদার দোকান খুলেছিলেন তাদের সকলকেই আটক করা হয়েছে। সব মিলিয়ে খড়্গপুরে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে টাউন থানার আইসি রাজা মুখার্জি জানিয়েছেন।


