স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৫ ফেব্রুয়ারি:
পৌর ভোটের আগে এলাকায় দুষ্কৃতী দমন করতে পুলিশের চিরুনি তল্লাশিতে বড় সাফল্য শান্তিপুর থানার। গভীর রাত্রে বাগদেবী তলা মন্দির সংলগ্ন এলাকার আমবাগানে হানা দিয়ে মদ্যপ অবস্থায় ১১ জনকে হাতেনাতে ধরে ফেলল শান্তিপুর থানার পুলিশ।
ছবি: মদের বোতল সহ মদ্যপরা।
আজ বাগদেবী মন্দিরে শুক্লা পঞ্চমী উপলক্ষে পূজা চলছে। প্রচুর লোকের সমাগম এবং প্রচুর লোক খাওয়ানোর জন্য মহোৎসবের আয়োজন করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগের দিন রাতে পুলিশের এই সদর্থক ভূমিকা এবং সাফল্যে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, মন্দির প্রাঙ্গণে বহুদিন ধরে কিছু অসামাজিক যুবক মন্দিরের শান্তি বিঘ্নিত করত। মন্দিরে মহিলা এবং মেয়েরা পুজো দিতে এলেই হতে হতো ইভটিজিং এর শিকার। মানুষ নিরাপত্তার অভাব বোধ করত। কালকের শান্তিপুর থানার এই সাফল্যে যারপরনাই এলাকাবাসী খুশি।