আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ নভেম্বর: বড়সড় সাফল্য পেলো গাইঘাটা থানার পুলিশ। গত মাসের কুড়ি তারিখ গাইঘাটা থানার গোপালপুর বাজার এলাকায় রাতের অন্ধকারে তালা ভেঙ্গে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ।
তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে এবং চুরি যাওয়া মোবাইলে চোরেরা সিমকার্ড লাগাতেই পুলিশের নাগালে এসে যায়, এমনটাই জানা যায় পুলিশ সূত্রে। সেই সূত্র মারফত শাসন থানার গোলাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে সুরাপ মন্ডল, ইসরাফিল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। দুজনের বাড়ি বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকায়। দুই অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গোপালনগর থানা পুরনো চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।